তিপ্রা মথা জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত করতে পারছে না।


newsagartala24.com Images

আগরতলা, Oct 04, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


পাহাড়ে ভিলেজ কাউন্সিলের নির্বাচন আসন্ন আর তার আগেই ঘর গোছাতে শুরু করেছে রাজ্যের অপর বিরোধী দল জাতীয় কংগ্রেস। শুক্রবার শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের আট পরিবারের ৩৪ জন ভোটার শাসক দল তিপ্রা মথা ও প্রধান বিরোধী দল সিপিআইএম ত্যাগ করে কংগ্রেস দলে সামিল হন। তাদেরকে আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন তিনি আশাবাদী যারা নতুন ভাবে দলের সাথে যুক্ত হচ্ছেন তারা আগামী দিনে পাহাড়ি এলাকায় রাজ্যের বিভিন্ন প্রান্তে সংগঠনকে আরও মজবুত করতে অগ্রণী ভূমিকা পালন করবেন। অন্যদিকে যারা এদিন নতুনভাবে কংগ্রেসের সাথে যুক্ত হয়েছেন তাদের অভিমত বিজেপি এবং তিপ্রা মথা জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত করতে পারছে না।